ইব্রাহিম সবুজ, কালকিনি প্রতিনিধি:-
মাদারীপুরের কালকিনি উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও তাকে হেনস্থাকারী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে কালকিনি উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আজ(শনিবার) সকালে কালকিনি উপজেলা প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কালকিনি উপজেলা প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কালকিনি উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ ইকবাল হোসেন, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি জহিরুল ইসলাম, গিয়াস উদ্দিন মিয়া, আগৈলঝাড়া প্রেসক্লাবের যুগ্ম-সাধারন সম্পাদক এস.এম ওমর আলী সানি, আগৈলঝাড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচ.এম মাসুম, কোটালিপাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক জেমস বাড়ৈ গৌরনদী রির্পোটার্স ইউনিটির সভাপতি খাইরুল ইসলাম, বরিশাল মেট্রো এর নির্বাহী সম্পাদক মোল্লা ফারুক হাসান, কালকিনি উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বি.এম হানিফ, সহ-সভাপতি খন্দকার শামীম হোসাইন, প্রচার সম্পাদক শেখ লিয়াকত আহম্মেদ, কার্যকরী সদস্য আবু তাহের খান, কহিনুর সুলতানা, শাহজালাল সরদার, রকিবুজ্জামান সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।