• রবিবার, ০২ এপ্রিল ২০২৩, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনাম

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ গেলেই ভোগান্তি,নেই কোনো বিকল্প ব্যবস্থা।

দৈনিক আমাদের সংগ্রাম | পত্রিকা..... / ৭২ জন পড়েছে
প্রকাশিত সময়: বুধবার, ২৪ মার্চ, ২০২১

সালাহ উদ্দিন সৈকত(গাজীপুর প্রতিনিধি)

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পল্লী বিদ্যুতের বিকল্প কোন বিদ্যুৎ ব্যবস্থা নেই বলে অভিযোগ করেছে রোগীরা।যার ফলে ভোগান্তি পোহাতে হয় সাধারণ রোগীদের।

স্থানীয় লোকজন ও ভুক্তভোগী রোগীরা জানায়,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেসকল রোগীরা ভর্তি হয় তাদেরকে পড়তে হয় মহা ভোগান্তিতে।লোড শিডিং হলে বিকল্প কোন বিদ্যুতের ব্যবস্থা নেই।প্রচন্ড গরমে অসুস্থ রোগিরা আরো বেশি অসুস্থ হয়ে পরে।বর্তমান সরকারের আমলে উন্নয়নের জোয়ারে ভাসছে দেশ, এই অবস্থাতেও সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য এসে অসুস্থ হয়ে পরছেন। এছাড়াও রাতের বেলা লোডশেডিং হলে ভুগান্তি আরো বেশি,একদিকে অসুস্থ রোগী, অন্ধকার চারিদিক নেই কোন ফ্যানের ব্যবস্থা।এমন ভোগান্তি সহ্য করতে না পেরে চলে যাচ্ছেন প্রাইভেট ক্লিনিকে।

এ ব্যপারে ভুক্তভোগী প্রিয় আলমগীর নামে জনৈক এক ব্যক্তি @দৈনিক আমাদের সংগ্রাম কে বলেন,সেদিন সন্ধ্যার পর রোগি দেখতে গিয়ে দেখি সব অন্ধকার।আর প্রচন্ড গরম। এমন অবস্থা,যেন ভেতরে অক্সিজেনের অভাব।এভাবে একজন রোগী সুস্থ হতে পারে না।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আল বেলাল দৈনিক আমাদের সংগ্রাম কে বলেন,আমাদের বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা বলতে আছে একটা আইপিএস, যা দিয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি লাইট জ্বলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
❌ নিউজ কপি করা নিষিদ্ধ ❌