সালাহ উদ্দিন সৈকত(গাজীপুর প্রতিনিধি)
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজে ও আকবর আলী ফাউন্ডেশনের উদ্যোগে সম্পূর্ণ ফ্রি পড়াশোনা করানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
অত্র প্রতিষ্ঠান ও আকবর আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান এর উদ্যোগে শিক্ষকগণের সমন্বিত প্রচেষ্টায় এ উদ্যোগ করা হয়েছে বলে জানা গেছে। এতে গরীব ও মেধাবী শিক্ষার্থীরা সীমিত সংখ্যক আসনে ভর্তি হয়ে পড়াশোন করতে পারবে। গরীব অথচ মেধাবী শিক্ষার্থীরা এ সুযোগটা গ্রহণ করতে পারবে।
এ উদ্যোগের শুরুতে তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বিশেষ ফরম ছাড়া হয়েছে। আগামী ২৭ ফেব্রুয়ারী থেকে ১১ মার্চ পর্যন্ত ফরম সংগ্রহ করার আহবান করা হয়েছে। আগামী ১৩ই মার্চ এ বিষয়ে যাচাই-বাছাই করে ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে।
এ প্রসঙ্গে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব মোঃ হাবিবুর রহমান বলেন, এ সুযোগ পরীক্ষা মূলক ভাবে শুরু করা হয়েছে। ভবিষ্যতে সকল ক্লাসে এ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম চলবে। যাতে গরীব অথচ মেধাবী শিক্ষার্থীরা উৎসাহিত ও অনুপ্রাণিত হয়ে উজ্জ্বল ভবিষ্যত প্রজন্ম তৈরি করতে আগ্রহী হবে।
এ প্রসঙ্গে জেনে অত্র এলাকার এক নিম্নবিত্ত পরিবারের অভিভাবক আবদুল কুদ্দুস বলেন,সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ একটি শ্রেষ্ঠ স্কুল। এখানে পড়াশোনা করা ভাগ্যের ব্যাপার।আমার সন্তানের খুব ইচ্ছে এ-ই বিদ্যালয়ে পড়বে। কিন্তু খরচের কথা চিন্তা করে এতোদিন পারিনি। এ সুযোগ তৈরী হওয়ায় আমাদের সন্তানেরা পড়তে পারবে।আমি অত্যন্ত খুশি।খুব দ্রুত স্কুলে যোগাযোগ করব।আর এ-ই আমাদের মতো গরীব এবং মেধাবী শিক্ষার্থীদের সুযোগ তৈরী করে দেওয়ার জন্য হাবিব স্যারের জন্য দোয়া ও দীর্ঘায়ু কামনা করছি।