১০/১২/২০২০ইং,বৃহস্পতিবার
সালাহ উদ্দিন সৈকত (কালিয়াকৈর প্রতিনিধি)
গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর এলাকায় তিতাস গ্যাস পাইপ লাইনের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। ৯ ফ্লাট ও ভবন মালিককে৬ লাখ ৬৫ হাজার জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ।
বুধবার সকাল থেকে গাজীপুর জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানার নেতৃত্বে উপজেলার সফিপুর বালুর মাঠ এলাকায় তিতাস গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে কমপক্ষে দশটি বহুতল বাড়ির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে ভ্রাম্যমাণ আদালত। এখানে গাজীপুর জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিটন এর বাড়িতে থেকে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা ফারজানা বলেন,এ ধরনের অভিযান চলমান থাকবে।