সালাহ উদ্দিন সৈকত (কালিয়াকৈর প্রতিনিধি)
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় হাইওয়ে পুলিশ বক্সের সামনে রোববার (১৩ ডিসেম্বর) ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে হাইওয়ে পুলিশ গাজীপুর রিজিয়ন গাজীপুর কর্তৃক ই-ট্রাফিক প্রসিকিউশনের কার্যক্রমের শুভ সূচনা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বক্তারা বলেন, যে গাড়ীর রাস্তায় মামলা হবে তাদের আর কোথাও যেতে হবে না, ই-ক্যাশের মাধ্যমে দ্রুত মামলার নিস্পত্তি হবে এবং ঘরে বসেই তারা গাড়ীর কাগজপত্র পেয়ে যাবে।
সালনা হাইওয়ে থানার ওসি নাছির উদ্দিন মজুমদারের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাইওয়ে গাজীপুর পুলিশ সুপার আলী আহাম্মদ খান।
আরও বক্তব্য রাখেন, গাজীপুর হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার আব্দুল কাদের জিলানী, সাভার হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম, গোড়াই হাইওয়ে ওসি মোজ্জাফর হোসেন, ইউ সি বি ব্যাংকের রিজিওনাল ম্যানেজার সাইদুজ্জামান, বাংলাদেশ সড়ক পরিবহন ও শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর খান, গাজীপুর সড়ক পরিবহন ও শমিক কল্যাণের সভাপতি সুলতান সরকার প্রমুখ।