সালাহ উদ্দিন সৈকত(গাজীপুর প্রতিনিধি)
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ০৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব খলিলুর রহমান খলিল দেওয়ান মৃত্যু বরন করেছেন।
শনিবার রাত ১:৩০ মিনিটে আনোয়ার খান মর্ডান হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন কিডনিজনিত রোগে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৫ বছর।তার দুই ছেলে এক স্ত্রী সহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
রবিবার (২৫ ই জুলাই) দুপুর ০২:০০ ঘটিকায় দেওয়ান বাড়ী জামে মসজিদ সংলগ্ন মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি, কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, সাধারণ সম্পাদক শিকদার জহিরুল ইসলাম জয়, সাবেক পৌর আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম তুষার,আটাবহ ইউনিয়ন পরিষদের আওয়ামী লীগ সভাপতি সাবেক চেয়ারম্যান এম এ আলিম।
পরে দুপুর আড়াইটায় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।