সালাহ উদ্দিন সৈকত (গাজীপুর প্রতিনিধি)
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়ালবাথান এলাকা থেকে মঙ্গলবার পুলিশ অভিযান চালিয়ে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছেন। গ্রেপ্তারকৃতরা হলো, কালিয়াকৈর উপজেলা পাইক পাড়া এলাকার মৃত আবু সাইদের ছেলে মেহেদী হাসান (৩২), একই এলাকার আঃ রশিদের ছেলে আরিফ হোসেন (২২)।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা উপজেলার বিভিন্ন এলাকায় চুরি ছিনতাই করে আসছে। পুলিশ গত রাতে চুরি হওয়া মোবাইল আই এম ই আই এনালাইজ করে মেহেদী হাসানকে গ্রেপ্তার করেন। পরে তাকে জিজ্ঞাসাবাদের পর আরিফ হোসেনকে গ্রেপ্তার করেন। এই ছিনতাইকারী দল উপজেলার বিভিন্ন এলাকায় চুরি , ছিনতাই বিভিন্ন অপকর্ম করে আসছে বলে পুলিশ জানান।
কালিয়াকৈর থানার (এএসআই) ইমরান হোসেন জানান, দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।