সালাহ উদ্দিন সৈকত (কালিয়াকৈর প্রতিনিধি)
র্যাব-১, গাজীপুর ক্যাম্প গাজীপুর জেলার কালিয়াকৈর এলাকা হইতে ২৭৪ (দুইশত চুয়াত্তর) বোতল বিদেশী ফেন্সিডিল এবং ০১ টি ট্রাক সহ ০২ জন মাদক ডিলার গ্রেফতার করেছে।
গত ১৯/১২/২০২০ তারিখ ১৫.৩০ ঘটিকায় র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প,গাজীপুরের একটি আভিযানিক দল অত্র ক্যাম্পের লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে তাৎক্ষনিক গাজীপুর জেলার কালিয়াকৈরের উত্তর হিজলতলী শিলা বৃষ্টি সিএনজি এন্ড ফিলিং স্টেশন এর পূর্ব পাশে মৃথিলা সাভিসিং সেন্টার এর সামনে টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে শ্রী স্বপন কুমার দাস(৩৫) ও মোঃ ফরহাদ হোসেন (২১), দ্বয়কে আটক করে ২৭৪(দুইশত চুয়াত্তর) বোতল বিদেশী ফেন্সিডিল, ০১(এক) টি ট্রাক, উদ্ধার করে।আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।