সালাহ উদ্দিন সৈকত(গাজীপুর প্রতিনিধি)
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা মিলনায়তনে বৃহস্পতিবার দুপুরে বন বিভাগের জমি অবৈধ দখলমুক্তকরণ,পরিবেশ দূষণ,নদী দখল রোধ কল্পে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুরের জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।
এ সময় উপস্থিত ছিলেন বন ও পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আব্দুর রাজ্জাক সরকার,উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন,উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ,কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবীর,সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল,পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশাররফ হোসেন জয়,সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়,কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কালিয়াকৈর পৌরসভার সকল কাউন্সিলরসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা ও বন বিভাগের কর্মকর্তা ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।