সালাহ উদ্দিন সৈকত (কালিয়াকৈর প্রতিনিধি)
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আটাবহ চাতৈল ভিটি সোহাগীরটেক এলাকায় রোববার দুপুরে হুমায়ূন ভিলার বাসা বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে বাড়ীর আটটি কক্ষ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়ির ভাড়াটিয়া সাথী (১৯) ও আনজুমান জানান(২৫), রুমে আমাদের স্বর্নের চেইনসহ, নগদ ৪১ হাজার টাকা, ফ্রিজ, টিভি, ওয়াল সুকেস পুরে ছাই হয়ে গেছে।
বাড়ির রফিকুল ইসলাম ইমতিয়াজ জানান, আমি (ওয়ান ব্যাংক) ঢাকা টিপু সুলতান রোড, থেকে ৮ লক্ষ টাকা ঋণ করে বাসা করেছিলাম। আগুন লেগে আমার প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবিরুল আলম জানান, দুপুর ১টার দিকে এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেন। পরে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। ধারণা করা হচ্ছে গ্যাস লিকেজ থেকে এ আগুনের সূত্রপাত ঘটেছে।