সালাহ উদ্দিন সৈকত (কালিয়াকৈর প্রতিনিধি)
ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল এন্ড কলেজ
মহান বিজয় দিবস ২০২০ উদযাপনে ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করে।
দিনের শুরুতে প্রতিষ্ঠান এ-র একটি দল সম্পূর্ণ স্বাস্থ্য বিধি মেনে আনসার একাডেমি স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উক্ত প্রতিষ্ঠানের অধ্যক্ষ এস, এম আমিনুল ইসলাম। অনুষ্ঠানটি তিনটি পর্বে বিভক্ত ছিল। প্রথম পর্বে ছিল আলোচনা অনুষ্ঠান, প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষকদের প্রাণবন্ত আলোচনা শ্রোতাদের মুগ্ধ করে। আলোচনায় অংশ নিয়েছিলেন সিনিয়র শিক্ষক জনাব রুহুল আমিন,প্রভাষক মোঃ কামরুল হাসান,সহকারী অধ্যাপক মোঃ মনির হোসেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ মকবুল হোসেন খান ও অধ্যক্ষ এস, এম আমিনুল ইসলাম। অধ্যক্ষ মহোদয় তাঁর বক্তব্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করেন এবং বিজয়ের তাৎপর্য তুলে ধরেন।সেইসাথে তিনি তাঁর ছেলেবেলার কথা মনে করে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তাঁর পরিবার ও গ্রামের পরিস্হিতি বর্ণনা করেন। গান ও কবিতা পাঠের মধ্য দিয়ে শেষ হয় আলোচনা অনুষ্ঠান।
দ্বিতীয় পর্বে মুক্তিযুদ্ধে শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন উক্ত প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক মোঃআলমগীর হোসেন। গত ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবি দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে রচনা আহ্বান করা হয়েছিলো। অনুষ্ঠানের শেষ পর্বে সেই রচনা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়।
অনুষ্ঠানের উপস্হাপনা করেন প্রতিষ্ঠানের বাংলা বিষয়ের শিক্ষক জাফরিন সুলতানা এবং সার্বিক সহযোগিতায় ছিলেন প্রভাষক শেখ মোঃ ইমরান আলী।