সালাহ উদ্দিন সৈকত (কালিয়াকৈর প্রতিনিধি)
গাজীপুরের কালিয়াকৈর উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে উপজেলার কেন্দ্রীয় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
এরপর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়েছে। এছাড়াও উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ইউএনও কাজী হাফিজুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন সিকদার। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ডা. শাহাবুদ্দিন আহসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জাহেদা নাসরিন মহিলা ভাইস চেয়ারম্যান,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মুরাদ কবীর, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল, পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয়, মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, সরকার আব্দুল আলীম প্রমুখ।