সালাহ উদ্দিন সৈকত(গাজীপুর প্রতিনিধি)
গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার মৌচাক বাজার এলাকায় সুফিয়া হাসপাতালের সামনে বুধবার সকাল ১১ টায় স্বামী কে তালাক দেয়ার কারণে রাগান্বিত হয়ে স্ত্রী আরজিনা খাতুন(৩৫)কে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা করেন স্বামী রতন আলী(৩৩)।
স্বামী ও স্ত্রীর পরিচয় জানা যায়,আসামী রতন আলী নওগাঁ সদর থানার মৃত মনসুর আলীর ছেলে।ভিকটিম আরজিনা খাতুন নওগাঁ পত্নীতলা গুটিল গ্রামের মৃত আকবর আলীর মেয়ে।তারা মৌচাক রহমত ফ্যাক্টরীর এক নম্বর গেইট এলাকায় মেহের আলীর বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,”বুধবার সকালে আরজিনা খাতুন স্বামী রতনকে তালাক দেওয়ায় রতন রাগান্বিত হয়ে কামারের দোকান থেকে আগেই ১০০টাকা দিয়ে ধারালো ছুরি কিনে সাথে রাখেন।কাজী অফিস থেকে তারা দুজনে একসাথে বাড়ীর দিকে যাচ্ছিল, মাঝপথে তাদের দুজনের কথা কাটাকাটি হয়।এক পর্যায়ে ঘাতক স্বামী রতন স্ত্রী আরজিনাকে সাথে থাকা ধারালো ছুরি দিয়ে পেটের মধ্যে একাধিক ছুরিকাঘাত করেন।এ সময় পথচারীরা রতন কে ধাওয়া করে ধরে গনধোলাই দিয়ে মৌচাক পুলিশ ফাড়িতে হস্তান্তর করেন।মুমূর্ষু অবস্থায় আরজিনাকে কালিয়াকৈর শ্রীফলতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।কিন্তু,অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে পাঠানো হয়।
মৌচাক পুলিশ ফাড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম জানান,”খবর পেয়ে দ্রুত মুমূর্ষু আরজিনাকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করেছি এবং ঘাতক স্বামী রতনকে আটক করা হয়েছে।”