সালাহ উদ্দিন সৈকত(গাজীপুর প্রতিনিধি)
মহান স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে কালিয়াকৈর উপজেলা ও পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে।
আজ শুক্রবার (২৬ মার্চ) সকালে দলটির পক্ষ থেকে যথাযথ মর্যাদায় শহীদ বেদীতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা জানান এবং কালিয়াকৈর বাস স্ট্যান্ড এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ মুরাদ কবীর এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল,পৌর আওয়ামী লীগের সভাপতি ও বিআরডিবি কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যাল সরকার মোশারফ হোসেন জয়,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জয়।এসময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সিকদার মোশারফ, সাংগঠনিক সম্পাদক আকবর আলীসহ উপজেলা এবং পৌর আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।করোনা পরিস্থিতি অবনতির কারণে অনুষ্ঠান সংক্ষিপ্ত করা হয়েছে।