সালাহ উদ্দিন সৈকত (কালিয়াকৈর প্রতিনিধি)
কালিয়াকৈর কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর মৌচাক ইউপি ( উত্তর) সম্মেলন বৃহস্পতিবার ( ৩ ডিসেম্বর) মাঝুখান সরকারী প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
কালিয়াকৈর কিন্ডারগার্টেন এসোসিয়েশনের যুগ্ম আহবায়ক ও মৌচাক ইউপি কমিটির আহবায়ক মোঃ রাকিব উল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন, সংগঠনের আহবায়ক মোঃ বায়েজিদ হোসেন, সদস্য সচিব এম তুষারী, যুগ্ম আহবায়ক মফুজুর রহমান, আব্দুল মালেক,সোঃ সেলিম হোসেন সরকার, জাহিদ আল মামুন, বিকাশ চন্দ্র রায় প্রমুখ। পরে আব্দুল মালেককে সভাপতি, জাহিদ আল মামুনকে সাধারণ সম্পাদক ও মোঃ সেলিম হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে সাত সদস্য করে একটি কমিটি ঘোষনা করা হয়। সম্মেলনে ডিসেম্বরের মধ্যে মুল সম্মেলনের দাবি জানানো হয়।সম্মেলনে বক্তারা দ্রুত স্বাস্থ্য বিধি মেনে স্কুল খোলার দাবি করেন। সেই সাথে বেসরকারি প্রতিষ্ঠান এ-র শিক্ষকদের প্রতি সরকারের সুদৃষ্টি দেয়ার আবেদন করা হয়েছে। সর্বোপরি সকল শিক্ষা প্রতিষ্ঠানের পড়াশোনার মানোন্নয়ন পক্ষে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।