সালাহ উদ্দিন সৈকত(গাজীপুর প্রতিনিধি)
কালিয়াকৈর পৌরসভা হলরুমে ৭,৮,৯ নং ওয়ার্ডে বয়স্ক ভাতা ও অন্যান্য ভাতা প্রদানে ও গ্রহনে নগদ একাউন্ট করার জন্য ভাতাভোগীদের নিয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।৭নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র জনাব মোঃ শামসুল আলম সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াকৈর পৌরসভার মেয়র জনাব মোঃ মজিবুর রহমান।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন কমিশনার ফরহাদ হোসেন ,কমিশনার সাইফুল ইসলাম ও অন্যান্য কমিশনারগণ,পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জনাব মোঃ জাহিদ হাসান সহ অন্যান্য কর্মকর্তা- কর্মচারিবৃন্দ।আরও উপস্থিত ছিলেন ভাতাভোগী নাগরিকবৃন্দ।সভায় বক্তব্য রাখেন কালিয়াকৈর পৌরসভার মেয়র জননেতা জনাব মুজিবুর রহমান।
তিনি বলেন,”পৌরসভার বিভিন্ন সুবিধাভোগী ভাতা গ্রহন কারী বয়স্ক ও দুস্থ নারী পুরুষ কালিয়াকৈর পৌরসভায় বা অন্যান্য শাখা অফিসে আসা যাওয়ার কষ্ট লাগব করতে নগদ একাউন্ট করে দেয়া,যাতে সকলে বাড়িতে বসেই ভাতার টাকা সহজে পেতে পারেন।
এজন্যই এ উদ্যোগ নিয়েছি সরকারি নির্দেশনা অনুযায়ী।”