সালাহ উদ্দিন সৈকত কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি »
গাজীপুরের কালিয়াকৈর বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে মুদি,মনোহরি ও ইলেক্ট্রনিক্সসহ দুই শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান সম্পুর্ণ ভস্মিভূত হয়েছে। সোমবার সন্ধা সোয়া পাঁচটায় কালিয়াকৈর বাজার রোডের ফলপট্রি এলাকায় একটি বৈদ্যুতিক খুটির ট্রান্সফর্মার থেকে আগুনের সূত্রপাত হয় । মূহুর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে । খবর পেয়ে কালিয়াকৈর,গাজীপুর,মির্জাপর ও সাভার ইপিজেডসহ ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রানান্ত চেষ্টা চালিয়ে ২ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, মাগরিবের নামাজ পড়তে ব্যবসায়ীরা প্রতিষ্ঠান বন্ধ করে মসজিদে যায়। ওই ফাঁকে বাজার রোডের মুখে ফলপট্রি এলাকায় একটি বৈদ্যতিক খুটির ট্রান্সফর্মার বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয় বলে কালিয়াকের বাজার বহুমখী বণিক সমিতির সাধারণ সম্পাদক মো: হারুন অর রশিদ জানান। খবর পেয়ে কালিয়াকৈর ,গাজীপুর,মির্জাপুর ও সাভার ইপিজেডসহ ৮টি ইউনিট প্রানান্ত চেষ্টা চালিয়ে ২ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে নগদ টাকাসহ প্রায় কোটি টাকার মালামল ভস্মিভূত হয়েছে ব্যবসায়ীরা ধারণা করছে।
কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন বলেন, ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট, পুলিশ ও স্থানীয় জনতার প্রানান্ত চেষ্টায় ২ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ক্ষয়ক্ষতির পরিমান নিরুপন করে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা কবিরুল আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, অগ্নিকান্ডের সঠিক কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান এখনো জানা সম্ভব হয় নাই। অগ্নিকান্ডে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।