সালাহ উদ্দিন সৈকত (কালিয়াকৈর প্রতিনিধি)
কালীগঞ্জে বিজয় দিবস উপলক্ষে যুবসমাজের উদ্যোগে বুধবার রাতে কালীগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড মুনশুরপুর এলাকায় এক ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত হয়েছে। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুবসমাজকে খেলাধুলায় মনোনিবেশ করার লক্ষ্যে স্থানীয় যুবসমাজ ৮ টি দল নিয়ে এক ব্যাডমিন্টন খেলার আয়োজন করেন। ব্যাডমিন্টনের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন সোমবাজার বঙ্গবন্ধু স্মৃতি সংসদকে এলইডি ৩২ ইঞ্চি টিভি পুরস্কার প্রদান করা হয়। রানার্সআপ কালীগঞ্জ ক্লাবকে স্মার্টফোন পুরস্কার দেয়া হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন কালীগঞ্জ পৌর যুবলীগের সভাপতি প্রার্থী আজাদ ফয়সাল আহমেদ সাজ্জাদ। খেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ পৌর ছাত্রলীগের সভাপতি আলী আল রাফু অমিত, উপজেলা যুবলীগের সাবেক সদস্য মো. জহিরুল হক, পৌর যুবলীগ নেতা আমির খন্দকার প্রমুখ। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ক্রীড়ানুরাগী আলী আল মারুফ অনিক, ক্রীড়ানুরাগী আদনানসহ দর্শকবৃন্দ।