কিশোরগঞ্জ প্রতিনিধি:
কিশোরগঞ্জে র ্যাব-১৪ এর সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের মাদক বিরোধী অভিযানে ১৪৫ পিস ইয়াবা সহ মো:আরিফুল ইসলাম (১৯) ও মো:রানা (২১) নামে ২ মাদক কারবারি হাতেনাতে গ্রেফতার হয়েছে।
বুধবার (২০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার নান্দা জালিয়া পাড়া চৌদ্দশদ মাছ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র ্যাব জানিয়েছেন ইয়াবা সহ আটক ২ মাদক কারবারি। তারা দীর্ঘ দিন যাবৎ নিজ এলাকা ছাড়াও আশ পাশের এলাকায় মাদক ক্রয় বিক্রয় করে আসছিল। ইয়াবা সহ আটক ২ মাদক কারবারির মধ্যে মোঃ আরিফুল ইসলাম কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের নোহার গ্রামের আব্দুস সাত্তারের ছেলে ও মো: রানা একই গ্রামের আব্দুল আজিজের ছেলে।
র ্যাব-১৪ এর সিপিসি-২,কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে.কমান্ডার এম শোভন খান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে তাদের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র ্যাবের অভিযান অব্যাহত থাকবে বলে ও র ্যাব সূত্র জানিয়েছেন।