বিশেষ প্রতিনিধি:
দারুসসালাম থানা ছাত্রলীগের সভাপতি মদদ দিয়ে তার রাজনৈতিক ছায়াতলে লালন-পালন করছে রাব্বির কিশোরগ্যাং তালতলা বয়েজ এর সদস্য পাভেল কে।শোনা যাচ্ছে পাভেল ১০নং ওয়ার্ড ছাত্রলীগের ক্যান্ডিডেট।অথচ সে একসময় ১০নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি পিয়াস এর অন্যতম সৈনিক ছিল।এই পিয়াস ও তালতলা বয়েজ এর অন্যতম পলাতক সদস্য।
দারুসসালাম থানা ছাত্রলীগের সভাপতি মো মামুন আহমেদ মদদ দিয়ে তার রাজনৈতিক ছায়াতলে লালন-পালন করছে রাব্বির কিশোরগ্যাং তালতলা বয়েজ এর সদস্য পাভেল কে।শোনা যাচ্ছে পাভেল ১০নং ওয়ার্ড ছাত্রলীগের ক্যান্ডিডেট।
অথচ সে একসময় ১০নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি পিয়াস এর অন্যতম সৈনিক ছিল।এই পিয়াস ও তালতলা বয়েজ এর অন্যতম পলাতক সদস্য।
অপরদিকে দারুসসালাম থানা ছাত্রলীগের সাধারন সম্পাদক আয়ান মামুন লালন-পালন করছেন মিরপুরের অন্যতম কিশোরগ্যাং অপু গ্যাং এর অন্যতম হোতা রিদয় বাহিনী কে।রিদয় গত ৩দিন আগে RAB এর হাতে আটক হয়েছে।
সভাপতি-সাধারন সম্পাদক দুইজনই জরিত।