মাইকেল নংরুম, জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে আসুক আহমদ (৩৫) নামের এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
মঙ্গলবার (১১ মে) সকালে উপজেলার ব্রাম্মণবাজার এলাকায় প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে আসুক মারাত্মকভাবে আহত হলে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘােষণা করেন। আসুক জুড়ী উপজেলার বেলাগাঁও গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে। এ ঘটনায় গাড়ি চালক ও নিহতের বড় ভাই আহত হয়েছেন। তারা বর্তমানে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, প্রবাসী বড় ভাই মাসুক আহমদ বাড়িতে ঈদ করতে দেশে এসেছেন। তাকে বাড়িতে আনতে গিয়েছিলেন ছোট ভাই আসুক। ঢাকা বিমানবন্দর থেকে বাড়িতে আসার পথে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার এলাকায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে এ দূর্ঘটনা ঘটে।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষন রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।