মোঃ মারুফ হাওলাদার,
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাট জেলা সাবেক বিএনপি এর সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য এম এ সালাম ও বাগেরহাট জেলা যুবদলের সভাপতি মোঃ হারুন অর রশীদ সহ তার পরিবারের সদস্যরা করোনা টেস্টে তাদের করোনা পজিটিভ এসেছে।তবে তারা শারীরিকভাবে সুস্থ রয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৩ জুলাই) বাদ আছর তাদের দ্রুত সুস্থতা কামনায় কৃষকদলের আয়োজনে সুন্দরবন ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
করোনা পজিটিভ হওয়ায় তারা সবাই হোম কোয়ারেন্টিনে আছেন।তাদের পরিবারের সদস্যরা দেশবাসীর কাছে তার অতিসত্বর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
মিলাদ ও দোয়া মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,মোংলা থানা কৃষকদলের সভাপতি মোঃ ওয়াদুদ হাওলাদার,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সেলিম খাঁন ও বিভিন্ন বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ