সালাহ উদ্দিন সৈকত (কালিয়াকৈর প্রতিনিধি)
গাজীপুরের কোনাবাড়ির মধ্য দেওলিয়াবাড়ি এলাকায় শনিবার সকালে ঈুঁদুর মারার ঔষধ খেয়ে সোনিয়া (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।’ এঘটনায় নিহত শিশুর মামাতো বোন কথা মনিকে অসুস্থ অবস্থায় ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সোনিয়া সিরাজগঞ্জ জেলার উল্লাহপাড়া থানার তারাবাড়িয়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।
অসুস্থ কথামনি একই জেলার বালিশাবাড়ি গ্রামের দুলালের মেয়ে। তারা সম্পর্কে ফুফাতো ও মামাতো বোন। উভয়ে বাবা মার সঙ্গে কোনাবাড়ির মধ্য দেওলিয়াবাড়ি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো। শিশু সোনিয়ার মৃত্যুতে এলাকার আকাশ বাতাস ভাড়ী হয়ে গেছে। নিহত সোনিয়ার নানী মালা বেগম জানান, সকালে সবাই কাজে চলে গেলে ফাঁকা বাসায় কথামনি ও সোনিয়া এক সঙ্গে খেলাধুলা করতে ছিলো। খেলতে খেলতে কথামনিদের রুম থাকা ঈুঁদুরের ঔষধ চিনি ভেবে প্রথমে সোনিয়া পরে কথামনিও খায়। ঈুঁদুরের ঔষধ খাওয়ার কিছুক্ষণ পরেই তারা উভয়ে মাটিতে লুটে পড়ে গড়াগড়ি করতে থাকে। পরে তাদেরকে গাজীপুর শহিদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সোনিয়াকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কথামনির অবস্থার অবনতি দেখা দিলে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয় বলে নিহতের নানী জানান। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সিদ্দিক জানান,দুইজন অবুঝ শিশু ঈুঁদুরের ঔষধ খেয়েছে এর মধ্যে একজনের মৃত্যুু হয়েছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।