মেজবা রহমান;গোপালগঞ্জ প্রতিনিধি :
কোভিড-১৯ মোকাবেলা সহ সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য “বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম” কর্তৃক গোল্ড মেডেল, সম্মাননা স্মারক পেয়েছেন গোপালগঞ্জের গোবরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সফিকুর রহমান চৌধুরী।
১৭ ফেব্রুয়ারি (বুধবার)” বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম” কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ ফোরামের সভাপতি এস এ এম জাকারিয়া আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রী জনাব নূরুল ইসলাম সুজন।বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞানী প্রফেসর ড. ফিরোজ আহমেদ এবং ডেমোক্রেসি ওয়াচের নির্বাহী পরিচালক জনাব ওয়াজেদ ফিরোজ।
যোগ্য সমাজ সেবক হিসাবে সম্মানিত হতে পেরে,গোবরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব সফিকুর রহমান চৌধুরী বলেন,পরপর দুবার স্বর্ণপদক পাওয়া এবং গোপালগঞ্জের জেলার শ্রেষ্ঠ শিক্ষানুরাগী নির্বাচিত হওয়াতে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।এছাড়াও, তিনি বলেন এই সকল কৃতিত্ব গোপালগঞ্জের মাটি ও মানুষের অবিচ্ছেদ্য অংশ, বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য জনাব শেখ ফজলুল করিম সেলিম (এম,পি) এবং বাংলাদেশের আশার বাতিঘর, বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ নেতা, মানবতার মশালবাহি মানবিক মানুষ, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র এবং ইউনিয়নের সকল সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন।