কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ– সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সভায় মাদক ও চুরি-ডাকাতি রোধে থানা পুলিশকে আরও তৎপর হওয়ার পরামর্শ দেয়া হয়। সভায় মরা ধলাই খাল ভরাট করে গড়ে উঠা অবৈধ স্থাপনা এবং ভোলাগঞ্জ দশ নম্বর এলাকার অবৈধ স্থাপনা সমূহ উচ্ছেদে শিগগিরই অভিযান চালানো হবে বলে জানানো হয়।
বৃহস্পতিবার সকালে উক্ত আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শামীম আহমদ। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরশাদ মিয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ লাল মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ কামরুজ্জামান রাসেল, ইসলামপুর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোহাম্মদ জামাল উদ্দিন, পূর্ব ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বাবুল মিয়া, ইছাকলস ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কুটি মিয়া, উত্তর রনিখাই ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ উদ্দিন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক শিবলি আতিকা তিন্নী, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা রোকসানা আক্তার রত্না, বিজিবির কোম্পানি কমান্ডার জাহাঙ্গীর আলম প্রমুখ।