প্রজিত সুহাস চন্দ নোয়াখালী প্রতিনিধি
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০২০ উদযাপন উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় নোয়াখালীর কোম্পানীগঞ্জে আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা দেয়া হয়েছে।
বুধবার(৯ ডিসেম্বর) বিকাল ৩ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জিয়াউল হক মীরের সভাপতিত্বে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: সাহাব উদ্দিন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহমিনা তামান্নার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, উপজেলা কৃষি কর্মকর্তা মো: বেলাল হোসেন ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোস্তফা কামাল প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে ৫ ক্যাটাগরিতে ৫জন জয়িতার হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়।
সংবর্ধিত জয়িতাদের মধ্যে অর্থনৈতিক বিভাগে সাফল্য অর্জন করায় উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ফারহানা আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জন করায় একই ইউনিয়নের ফাহমিদা হায়াত, সফল জননী নারী হিসেবে মনোয়ারা বেগম(তিনি জেলা পর্যায়েও সফল জননী নারী হিসেবে নির্বাচিত হয়েছেন) নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যোগে জীবন শুরু করায় উপজেলার রামপুর ইউনিয়নের এনজিও কর্মী রীনা রানী শীল ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় চরপার্বতী ইউনিয়নের মৃতিকা রানী মজুমদার এ পুরষ্কারে ভূষিত হয়েছেন।