প্রজিত সুহাস চন্দ, নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন মঞ্জু আজ বৃহস্পতিবার সাইবার ট্রাইব্যুনাল আদালত থেকে জামিন পেয়েছেন। তার পক্ষে মামলা পরিচালনা করেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট মোঃ আনোয়ারুল ইসলাম চৌধুরী, রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন সাইবার ট্রাইব্যুনাল এর পিপি অ্যাডভোকেট নজরুল ইসলাম শামিম।
প্রসঙ্গতঃ ২০১৮ সালের মে মাসে ‘কোম্পানীগঞ্জে রাস্তা নির্মাণে ভাগিনা শামীমের হরিলুট’ শীর্ষক সংবাদ দৈনিক যুগান্তর, মানবজমিন, পূর্বপশ্চিম, পিএনএসনিউজ২৪, বিডিটুডে, নোয়াখালী টাইমস’সহ অন্তত ১০টির অধিক জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। ঠিকাদার ইস্কান্দার মির্জা শামীম ঢাকার শাহজাহানপুর থানায় সাংবাদিক মন্জুকে আসামী করে একটি মামলা দায়ের করেন।
আজ আদালতের বিচারক জগলুল হোসেন এর বেন্ঞ দির্ঘ শুনানি শেষে এই আদেশ দেন।