মোঃরইচ উদ্দিন সুজন সুবর্নচর উপজেলা।
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য এ শ্লোগান কে সামনে রেখে আর্তমানবতার সেবায়, মাহমুদুল হাসান এর চিকিৎসার জন্য আর্থিক অনুদান সংগ্রহ করতে ব্যতিক্রমী প্রীতি ফুটবল ম্যাচ এর আয়োজন করেছেন এলাকাবাসী। এলাকাবাসীর এ উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন এলাকার ভিবিন্ন পেশাজীবি সংগঠন।
রামগতি উপজেলার জমিদার হাট সংলগ্ন পূর্ব চরসীতা গ্রামের মাহমুদুল হাসান দীর্ঘ দিন যাবত মরণব্যাধি ক্যানসারে আক্রান্ত, তাকে বাঁচাতে চিকিৎসার অর্থনৈতিক অর্থ যোগান দিতে এ আয়োজন করেছেন বলে জানিয়েছেন আয়োজক কমিটি।
উক্ত ফুটবল খেলায় জাতীয় দলের খেলোয়াড়েরা এবং দেশী-বিদেশী খেলোয়াড়দের সমন্বয়ে এই ফুটবল দল গঠন করা হয়।
খেলায় অংশ গ্রহণ করবেন “নোয়াখালী একাদশ বনাম জমিদার হাট একাদশ।
“খেলার মূল আকর্ষণ দুই দলেই নাইজেরিয়ার তারকা ফুটবলারা অংশ গ্রহণ করবেন বলে জানা যায়।
জমিদার হাট একাদশ এর অধিনায়কত্ব করবেন রামগতি উপজেলার কৃতি সন্তান জাতীয় ফুটবলার ফেনী ক্লাবের সাবেক অধিনায়ক আকবর হোসেন রিদন।অপর দিকে নোয়াখালী একাদশ এর অধিনায়কত্ব করবেন জাতীয় ফুটবল দলের সেরা ডিফেন্ডার মোঃ লিংকন।
স্থান ঃতোরাব আলী উচ্চ বিদ্যালয়, চরসীতা জমিদার হাট।
ক্যান্সার আক্রান্ত মাহমুদুল হাসান কে বাঁচাতে এলাকার ভিবিন্ন শ্রেণির মানুষের কাছে ভিবিন্ন ভাবে মানবিক সহযোগিতা কামনা করেছেন উক্ত ফুটবল ম্যাচ এর উদ্যোগত্বা রামগতিরই সন্তান কৃতি খেলোয়াড় আকবর হোসেন রিদন।