সাইফুল ইসলাম রামগড় সংবাদদাতাঃ
খাগড়াছড়ির জেলার রামগড় উপজেলার সদর ইউনিয়নের ছোটখেদা নামকস্থানে সাপের কামড়ে ঊষাং মার্মা (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।আজ ১৯ জুলাই (সোমবার) সকাল ১১ঘটিকার সময় ওঝার চিকিৎসাধীন অবস্থায় ঐ গৃহবধূ মৃত্যু হয়।
স্থানীয় সুত্রে জানা গেছে নিহত ঊষাং মার্মা, ছোটখেদা গ্রামের সেলেহা মার্মা স্ত্রী। স্থানীয় ও পরিবারের সদস্যদের সুত্রে আরো জানা গেছে সন্ধায় বাড়ির পাশে জমিতে গরু আনতে গেলে তখন সাপে কামড় দেয় ঊষা মার্মাকে। পরে তার অবস্থা খারাপ দেখে (১৮ জুলাই) রাতে তাকে রামগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক বিজয় মজুমদার জানান, রাত ১২টার দিকে সাপে কাটা রোগীকে নিয়ে তার পরিবার হাসপাতালে আসে। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার করা হয়েছে।
স্থানীয় রামগড় সদর ইউপি মেম্বার থুইমং বলেন গৃহপালিত গরু আনতে সন্ধায় বাড়ির পাশের জমিতে যায় ঊষাং মগ । তখন তাকে ছোট একটি সাপে দংশন করে। শারীরিক অবস্থা খারাপ দেখে পরিবারের সদস্যরা তাকে রাতে রামগড় সরকারি হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে রোগীকে রেফার করা হলে তার পরিবার স্থানীয় ওঝার কাছে নিয়ে যায়। পরে ওঝার কাছে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
উল্লেখ্য যে গত ১৪জুলাই রামগড়ের দক্ষিণ লামকুপাড়া এলাকায় তাহমিনা আক্তার নামের এক শিশু সাপের দংশনে মারা যায়,এক সাপ্তার ব্যবধানে গৃহবধূ শিশুসহ দুই জনের মৃত্যু হয়েছে।