সালাহ উদ্দিন সৈকত (গাজীপুর প্রতিনিধি)
গাজীপুরের কাপাসিয়া উপজেলা মানবতা ঘর কম্বল নিয়ে বাড়ি বাড়ি গিয়ে হাজির হয়েছেন এবং তা বিতরণ করেছে ।টোক ইউনিয়ন কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ নয়নের অর্থায়নে অসহায় হতদরিদ্র নিম্নআয়ের শীতার্ত জনগোষ্ঠীর মাঝে তীব্র শীতের রাতের মানুষের ঘরে ঘরে গিয়ে কম্বল পৌঁছে দেন মানবতা ঘরের প্রধান উদ্যোক্তা ও ও উজলী দিঘীরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোহাম্মদ মোমতাজ উদ্দিন ।
শুক্রবার (২২ জানুয়ারি ) রাতে উপজেলা টোক ইউনিয়নের নয়াসাঙ্গুন ও সুলতানপুর গ্রামে অসহায় হতদরিদ্র ৫০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক এস এম ইকবাল হোসেন ,টোক ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও প্রভাষক আলমগীর মাহবুব প্রমুখ ।