সালাহ উদ্দিন সৈকত(গাজীপুর প্রতিনিধি)
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় রোববার (১৪ মার্চ) সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।স্থানীয় সূত্র জানায়,উপজেলার রতনপুর এলাকায় আমিন হোসেনের একটি বাড়িতে আগুনের সূত্রপাত হয়।মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় ওই বাড়ির তেরটি কক্ষ পুড়ে যায়।খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।এ ঘটনায় কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা কবিরুল আলম দৈনিক আমাদের সংগ্রাম কে বলেন,বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে তবে এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা যায়নি।