সালাহ উদ্দিন সৈকত(গাজীপুর প্রতিনিধি)
গাজীপুরের কালিয়াকৈরে নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে মোহাম্মদ মামুনুল হক যোগদান করেছেন।
মঙ্গলবার (৬ জুলাই) পূর্বের এসি ল্যান্ড আদনান চৌধুরী আনুষ্ঠানিকভাবে নতুন এসি ল্যান্ড মোহাম্মদ মামুনুল হক এর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইউএনও তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদনান চৌধুরী,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুস সাত্তার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজা আল মামুন,কালিয়াকৈর পৌরসভার মেয়র জনাব মজিবুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী ও সুধী সমাজ।
নতুন এসি ল্যান্ড ৩৬ তম বিসিএস ক্যাডার।সর্বশেষ এই কর্মকর্তা ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে কর্মরত ছিলেন।তিনি পূ্র্বের কর্মস্থলে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে মঙ্গলবার (৬ জুলাই) গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় সহকারী কমিশনার(ভূমি) হিসেবে যোগদান করলেন।
উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা নতুন এসি ল্যান্ড কর্মকর্তাকে অভিনন্দন ও পূর্বের এসি ল্যান্ড আদনান চৌধুরী কে বিদায়ী শুভেচ্ছা জানান।