সালাহ উদ্দিন সৈকত(গাজীপুর প্রতিনিধি)
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজে ও আকবর আলী ফাউন্ডেশনের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মচারীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান হয়েছে। শনিবার (৮ মে) সকালে ১৭০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সফিপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজের পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুর রহিম। এসময় উপস্থিত ছিলেন আকবর আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুর রহমান, বঙ্গবন্ধু সরকারি হাইস্কুলের শিক্ষক বশির উদ্দিন,সফিপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রভাষক রেজাউল করিমসহ সফিপুর আইডিয়াল স্কুল এন্ড কলেজের বিভিন্ন শিক্ষকরা।