সালাহ উদ্দিন সৈকত(গাজীপুর প্রতিনিধি)
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোলাম মডেল নবী পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।আজ শুক্রবার কালিয়াকৈর কেন্দ্রীয় স্মৃতিসৌধে এ উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।সূর্য ওঠার সাথে সাথে উপজেলা প্রশাসন,উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন কালিয়াকৈর প্রেসক্লাব বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।
পরে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে গোলাম নবী মাঠে পতাকা উত্তোলন পঞ্চাশটি পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানটি শুরু হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার।উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জায়েদা নাসরিন,উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ও প্রশাসনিক কর্মকর্তারা।