সালাহ উদ্দিন সৈকত (গাজীপুর প্রতিনিধি)
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পল্লীবিদ্যুৎ এলাকায় এপেক্স ফুটওয়্যার লিমিটেড এর শ্রমিক অংশগ্রহণকারী কমিটির (পিসি) শ্রমিক প্রতিনিধি নির্বাচনের ফলাফল সোমবার রাতে ঘোষণা করা হয়েছে। নির্বাচনে ১২টি পদের জন্য ৪০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।শ্রমিকদের ভোটে নির্বাচিতরা হচ্ছে, সুইং সেকশনে হারুন অর রশিদ, নুরনবী ইসলাম, মাজেদা আক্তার, লিজা আক্তার,লাষ্টিং সেকশনে বাকীবিল্লাহ, সুমন, রাশেদুল ইসলাম, কাটিং সেকশনে পারভেজ আহম্মেদ, কম্পোনেন্ট সেকশনে নাজমুল হোসেন, সকস্-মোকাসিন সেকশনে আল-আমিন, সিডি সেকশনে আয়েশা আক্তার মুনিয়া। নির্বাচনে ডিএল সেকশনে সাইফুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বীতায় শ্রমিক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। এ নিবার্চনে ভোটার সংখ্যা ৪হাজার ৩শত ১৫জন ছিলেন। কারখানার অপারেটর ও প্রধান নির্বাচন কর্মকর্তা রাফিয়া সুলতানা জানান, নির্বাচন অবাধ,সুষ্ট, নিরপেক্ষ ও সকলের নিকট গ্রহনযোগ্য হওয়ার লক্ষে শ্রমবিধি অনুযায়ী রিটানিং অফিসার, নির্বাচন পর্যবেক্ষক প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার ও পোলিং এজেন্ট নিয়োগ করা হয়। কারখানার শ্রমিকদের সরাসরি ভোটে শ্রমিক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।