সালাহ উদ্দিন সৈকত(গাজীপুর প্রতিনিধি)
গাজীপুরের কালিয়াকৈরে কারখানার খাবার খেয়ে ৩০জন শ্রমিক অসুস্থ হয়ে পড়ে।মঙ্গলবার রাতে উপজেলার মৌচাক এলাকার লগোস এ্যাপারেল লিঃ এ ঘটনা ঘটে।এ ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরলে কারখানা কর্তৃপক্ষ একদিনের বন্ধ ঘোষণা করেন।
কারখানা সূত্রে জানা যায়,লগোস এ্যাপারেল লিঃ কারখানার রাতের খাবার জন্য ডিম,কলা ও কেক দেওয়া হয়।এ খাবার খেয়ে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়ে।অসুস্থ রোগীদের চিকিৎসার জন্য স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
লগোস কারখানা লিঃ এর সহকারী ব্যবস্থাপক(কম্পলায়েন্স) শুভ বিষয়টি নিশ্চিত করে বলেন,কারখানার নাইট ডিউটিরত শ্রমিকদের রাতের নাস্তা হিসেবে ডিম,কলা ও কেক দেওয়া হয়।এ-ই খাবার খেয়ে ৩০জন শ্রমিক অসুস্থ হয়ে পড়ে।কারখানার নিজস্ব অর্থায়নে দ্রুত অসুস্থ শ্রমিকদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠিয়ে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়।এখন তারা সবাই সুস্থ হয়ে যার যার বাড়ি চলে গেছেন।পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কারখানা একদিনের বন্ধ ঘোষণা করা হয়েছে।