সালাহ উদ্দিন সৈকত(গাজীপুর প্রতিনিধি)
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জালশুকা এলাকায় সোমবার দুপুরে পারভিন আকতার (৩২) নামে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।পারভিন উপজেলার জালশুকা গ্রামের জসিম উদ্দিনের স্ত্রী পারভিন আক্তার (৩২)।পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়,পনের বছর আগে জালশুকা গ্রামের জসীম উদ্দীনের সাথে বিয়ে হয় পারভিন আক্তারের।বিয়ের পর থেকে পারভিনকে টাকার জন্য নির্যাতন করতেন স্বামী।স্বামী জসীম উদ্দীন পেশায় একজন ব্যবসায়ী।সোমবার ভোরে জসীম উদ্দীন স্ত্রীকে ঘরে রেখে ব্যবসার কাজে বের হয়ে যায়।দশটার দিকে জসিম উদ্দিন বাসায় ফিরে ঘরের দরজা বন্ধ দেখতে পায়।পরে দরজা ধাক্কা দিলে দেখতে পায় তার স্ত্রী ফ্যানের সাথে ঝুলে আছে।তার ডাক চিৎকারে আশেপাশের লোক ছুটে আসে।পরে এলাকাবাসী পুলিশকে খবর দেয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যেয়ে লাশটি উদ্ধার করে।তবে পরিবারের দাবি বিয়ের পর থেকেই বিভিন্ন সময় তাকে টাকার জন্য অত্যাচার করে আসছে।তবে তাকে হত্যা করে ফ্যানের সাথে ঝুলিয়ে রেখেছে নাকি তা এখনো জানা যায়নি।
কালিয়াকৈর থানার পুলিশের এসআই মোয়াজ্জেম জানান,খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়েছে।তবে ময়নাতদন্তের পরে বলা যাবে হত্যা না আত্মহত্যা।