সালাহ উদ্দিন সৈকত(গাজীপুর প্রতিনিধি)
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক এমপি বলেছেন,সারা বাংলাদেশে ৯ লক্ষ ভুমিহীন পরিবারকে বাড়ী দেওয়া হবে। যাদের বাড়িও নাই জমিও নাই, আমাদের প্রধান মন্ত্রী শেখ হাসিনা ব্যবস্থা করে দিচ্ছেন। গ্রামে গ্রামে সরকারী প্রাইমারি স্কুলগুলোর চেহারা বদলিয়ে দিয়েছেন। সুন্দর সুন্দর বিল্ডিং করে দেওয়া হয়েছে। দশম শ্রেণি পর্যন্ত বিনা পয়সায় বই দেওয়া হচ্ছে।পৃথিবীর কোন রাষ্ট্র পারে নাই। কিন্তু দেশরত্ন শেখ হাসিনা পেরেছেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক শনিবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাপাইর ব্রীজের উদ্বোধন উপলক্ষে এক জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেছেন।
মন্ত্রী মহোদয় আরো বলেন,একশত পচাঁনব্বই বছর ও পাকিস্তানের ২৩ বছর প্রায় দুইশত বছরের শাসনের সময় কালিয়াকৈরে কোথাও একটা ব্রীজ ছিলো না। পাকা রাস্তা ছিলো না।দেশ স্বাধীন হয়েছে বলেই দেশের এত উন্নয়ন হয়েছে।বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার আর্দশের উত্তরাধিকার সফল রাষ্ট্র নায়ক দেশরত্ন শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর বাংলাদেশের পরো দৃশ্যপটটা বদলে দিয়েছেন।দেশের উন্নয়নের জন্য তিনি সর্বক্ষেত্রে কাজ করে যাচ্ছেন।বঙ্গবন্ধুর শত বর্ষ উপলক্ষে এবং স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে প্রতি ঘরে ঘরে বিদ্যূৎ পৌছে দেওয়া হয়েছে। বাংলার প্রতি বাড়ীতে ছাপ্লাই পানি পান তার ব্যবস্থা করা হবে।কেউ যেন কষ্ট করে টিউবেল চেপে পানি বের করতে না হয়।
মন্ত্রী মহোদয় আরো বলেন,মানুষের নাগরিক জীবন যাতে সুন্দর হয় তার জন্য প্রধান মন্ত্রী কাজ করে যাচ্ছেন।প্রধান মন্ত্রীর নির্দেশে কালিয়াকৈরে ব্যাপক উন্নয়ন করা হচ্ছে।আজ চাপাইর ব্রীজ ৩৪ ফিট চওরা করে উদ্বোধন করা হলো।এই ব্রীজ দিয়ে চারটি গাড়ী একাত্রে চলতে পারবে।
মাওনা কালিয়াকৈর ধামরাই আঞ্চলিক মহা সড়কের চাপাইর ব্রীজ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তৃতা করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমীন,উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার,ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মুরাদ কবীর, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম রাসেল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরীন,সওজ এর নির্বাহী প্রকৗশলী সাইফুর রহমান,ওসি মনোয়ার হোসেন চৌধুরী প্রমুখ।