সালাহ উদ্দিন সৈকত(গাজীপুর প্রতিনিধি)
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় শনিবার (২৪ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমান আদালত ৪ চোরকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট আদনান চৌধুরী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
দণ্ডপ্রাপ্তরা কালিয়াকৈর উপজেলা খোলাপাড়া এলাকার জাবেদ আলীর ছেলে মোশারফ হোসেন (২৮),টাঙ্গাইল জেলার মধুপুর থানার বাসুদাবাড়ি এলাকার রবিউল ইসলামের ছেলে রহিম মিয়া (১৯),ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার আউলিয়ারচালা এলাকার দুলাল মিয়ার ছেলে আমিনুল ইসলাম (৩০),টাঙ্গাইল জেলার নাগরপুর থানার পাহাড়পুর এলাকার দবির খানের ছেলে মশিউর রহমান (৩২)।
ভ্রাম্যমান আদালত ও পুলিশ জানায়,শুক্রবার রাতে চন্দ্রা এলাকায় চুরি করেছিল।এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানার এএসআই ইমরান হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়।অভিযান চালিয়ে মতিউর রহমান, আমিনুল ইসলাম,রহিম মিয়া,মোশারফ হোসেন চোরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
শনিবার দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট আদনান চৌধুরী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ওই চার চোরকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।এসময় উপস্থিত ছিলেন প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তারা।