সালাহ উদ্দিন সৈকত(গাজীপুর প্রতিনিধি)
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বরিয়াবহ এলাকায় প্রবাসীর স্ত্রী নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে উধাও হয়েছে।
এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়,উপজেলার বরিয়াবহ এলাকার সৌদি আরব প্রবাসী কাজী হান্নানের সাথে পার্শ্ববর্তী মির্জাপুর উপজেলার আজগানা এলাকার নুর আহমদ মুন্সির মেয়ে ফারজানার সাথে সামাজিকভাবে এগারো বছর আগে বিয়ে হয়।এই এগারো বছরের সংসার জীবনে দুটি সন্তান রয়েছে তাদের।বিয়ের কিছুদিন পর থেকেই কাজী হান্নান সৌদি আরব প্রবাসী।
তার স্বামীর পরিবারের অভিযোগ,”পরিবারের লোকজনদের কথা অমান্য করে বিভিন্ন সময় আমেনা আক্তার ওরফে ফারজানা বেপরোয়াভাবে জীবন যাপন ও চলাফেরা করেন।গত ২৬ এপ্রিল দুপুরে প্রবাসী স্বামীর পাঠানো ৬ লক্ষ ৩৫ হাজার টাকা ও সাড়ে ৭ ভরি স্বর্ণালংকার নিয়ে উধাও হয়।এ অবস্থায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে পাওয়া যায়নি এবং তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে।”
এ বিষয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ করা হয়েছে। ফারজানার বাবা আহাম্মদ মুন্সী জানান,”৫ দিন যাবত মেয়েটির সাথে আমাদের কোন যোগাযোগ নাই,কোথায় আছে জানি না।”
কালিয়াকৈর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব মনোয়ার হোসেন চৌধুরী জানান,”এই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি।তবে,মেয়ের পক্ষের পরিবার থেকে আজ শনিবার সকালে আরও একটি অভিযোগ হয়েছে।”