সালাহ উদ্দিন সৈকত(গাজীপুর প্রতিনিধি)
গাজীপুর কালিয়াকৈর উপজেলার নামাশুলাই এলাকায় ট্রাকের ধাক্কায় ভেঙে গেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবনের কক্ষ।এ সময় স্কুলের ভবনের বিভিন্ন জায়গায় ফাটল দেখা যায়।বুধবার (১২ মে)সকালে ওই এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,”মঙ্গলবার রাতে একটি ট্রাক নরসিংদী থেকে সিরাজগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে।বধুবার সকালে উপজেলার নামাশুলাই পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা নামাশুলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবনে ধাক্কা লেগে ট্রাকটি উল্টে যায়।এতে ভবনের একটি কক্ষ ভেঙে ট্রাকের কিছু অংশ ভেতরে ঢুকে পড়ে।”
এদিকে ভবন কক্ষটি ভেঙে ফেলায় ওই স্কুলের ২শ ৫২ জন শিক্ষার্থীর লেখাপড়া বন্ধ হবার উপক্রম হয়েছে।এ নিয়ে অভিভাবক,শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।দ্রুত স্কুল ভবনটি পুনঃনির্মাণ দোষীদের শাস্তির দাবী জানিয়েছে তারা।
ট্রাকের মালিক রাসেল মিয়া জানান,”আমি ক্ষতিপূরণ দিয়ে দেব এবং আর যা করা লাগে করে আমার ট্রাকটি নিয়ে যাব।”
এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমিতা ইসলাম জানান,”বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।তিনি ঐ ইউনিয়নের চেয়ারম্যানকে বিষয়টি জানিয়েছেন ও ব্যবস্থা গ্রহণ করার জন্য আদেশ দেন।”