সালাহ উদ্দিন সৈকত(গাজীপুর প্রতিনিধি)
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোবিন্দপুর গ্রামে বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাল্য বিয়ে বন্ধ করা হয়েছে।কনে মীম আক্তার গোবিন্দপুর এলাকার প্রবাসী ফজল মিয়ার মেয়ে।সে স্থানীয় ফালু পলোয়ান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
এলাকাবাসী জানায়,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাশ্মীর সুলতানা গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন উপজেলার গোবিন্দপুর এলাকায় একটি বাল্যবিয়ে হচ্ছে।পরে স্থানীয় চাপাইর ইউপির চেয়ারম্যান সাইদুজ্জামান সেতুর মাধ্যমে কনে পক্ষের লোকজনকে ডেকে নিয়ে উপজেলা নির্বাহীর কার্যালয়ে হাজির করেন।এ সময় কনে মীম আক্তারের পরিবারের সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিনের কাছে বাল্য বিয়ে দিবেন না বলে একটি মুচলেকা দেন।ফোনে একই এলাকার বর পক্ষের লোকজনকে বাল্য বিবাহ না করার অনুরোধ করেন।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আদনান চৌধুরী,চাঁপাইর ইউনিয়নের চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু প্রমুখ।
কালিয়াকৈর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাশ্মীর সুলতানা দৈনিক আমাদের সংগ্রাম কে জানান,”কনে মীম আক্তারের আঠার বছর বয়স হয়নি।দুইপক্ষকে মেয়ের বয়স পূরণ না হওয়া পর্যন্ত বিয়ের অনুষ্ঠান করবেন না বলে নিশ্চিত করেছেন।”