সালাহ উদ্দিন সৈকত(গাজীপুর প্রতিনিধি)
আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর স্বপ্ন নিরাপদ সমাজ গড়ার বাস্তবায়নের লক্ষ্যে গাজীপুর জেলার কালিয়াকৈরে বাড়ি বাড়ি গিয়ে বিট পুলিশিং‘র স্টিকার লাগানোর কার্যক্রম শুরু হয়েছে।
‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’-এই স্লোগানকে সামনে রেখে পুলিশের সেবা জনগণের দারগোড়ায় পৌছে দিতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পুলিশ প্রশাসন। চুরি, ডাকাতি, রাহাজানি সহ বিভিন্ন সমস্যায় পড়ে পুলিশিং সেবা পাওয়ার আশায় ভুক্তভোগীরা থানায় আসেন। এখন আর জনগণকে সমস্যায় পড়ে তাদের থানায় আসতে হবে না। থানা পুলিশ চলে যাবেন ভুক্তভোগীদের বাড়িতে বা ঘটনাস্থলে।
কালিয়াকৈর থানা সূত্রে জানা গেছে, কালিয়াকৈর উপজেলা ১ টি পৌরসভা ও ৯ টি ইউনিয়ন নিয়ে গঠিত। কালিয়াকৈর পৌরসভার ১ টি ওয়ার্ড নিয়ে একটি বিট পুলিশিং কার্যক্রম রয়েছে। অর্থাৎ পৌরসভার ৯ টি ওয়ার্ড ৯ টি বিট পুলিশিং আওতায় রয়েছে। পাশাপাশি ৯ টি ইউনিয়নে ৯ টি বিট পুলিশ অফিসার দায়িত্ব পালন করে যাচ্ছেন। পুলিশিং সেবা জনসাধারণের দোড়গোড়ায় পৌছে দিতে বিট অফিসার ও থানার ডিউটি অফিসার মোবাইল নম্বর সংবলিত স্টিকার উপজেলার প্রতিটি বাড়িতে লাগানো থাকবে। কোনো ধরনের সমস্যা হলে ভুক্তভোগী ও জনসাধারণ ওই স্টিকারের নম্বরে ফোন করলে ঘটনাস্থলে পৌছে যাবেন জনতার পুলিশ।
জেলা পুলিশের সহায়তায় এরই মধ্যে বাড়ি বাড়ি স্টিকার লাগানোর কাজ শুরু করে দিয়েছেন পুলিশ প্রশাসন। রোববার দুপুরে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ ওসি মনোয়ার হোসেন চৌধুরীর তত্ত্বাবধানে প্রত্যেক ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে বিট পুলিশিং এর স্টিকার লাগানোর কার্যক্রম উদ্বোধন হয়েছে। শুরুতে কালিয়াকৈর উপজেলায় ১৮ হাজার বিট পুলিশিং স্টিকার বাড়ি বাড়ি লাগানো হচ্ছে। পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি বাড়িতে স্টিকার লাগানো হবে।
এই বিষয়ে কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, বর্তমান আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) স্যারের অন্যতম উদ্যোগ হলো প্রতিটি বাড়ি পুলিশিং আওতায় আনা। পুলিশের সাথে প্রতিটি বাড়ির একটি অন্যতম সংযোগ ও সেতুবন্ধন স্থাপন করা। বিট পুলিশিং স্টিকারে বিট অফিসার ও থানার ডিউটি অফিসারের মোবাইল নম্বর দেয়া আছে। ডিউটি অফিসারের মোবাইল নম্বর ২৪ ঘন্টা খোলা রয়েছে।সমাজ থেকে অপরাধ নির্মূলে সমাজে যেখানে যখন যেই ধরনের অপরাধ সংঘটিত হয়।সেটি যেন সহজে জনগণ বা ভুক্তভোগী পুলিশকে অবগত করতে পারেন। জনগণ থানায় আসার আগেই যেন পুলিশ বাড়িতে গিয়ে অপরাধ নিয়ন্ত্রণ করতে পারেন। সেই লক্ষ্যে প্রতিটি বাড়িতে ডিউটি অফিসার ও বিট অফিসারের মোবাইল নাম্বার পৌছে দেয়া হচ্ছে।
গাজীপুর জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম এর নেতৃত্বে কালিয়াকৈর উপজেলার ১৮ টি বিটে প্রথম দফায় ১৮ হাজার বিট পুলিশিং স্টিকার বাড়ি বাড়ি লাগানোর উদ্যোগ নেয়া হয়েছে। কোনো বাড়ি যেন বিট পুলিশিং স্টিকার লাগানোর বাইরে না থাকে সেই লক্ষ্যে কাজ করে যাবো-ইনশাআল্লাহ।