সালাহ উদ্দিন সৈকত(গাজীপুর প্রতিনিধি)
গাজীপুরের কালিয়াকৈরের পশ্চিম চান্দরা এলাকা থেকে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ৯৬ পিচ বিয়ারের ক্যানসহ দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতাররা হলেন-কালিয়াকৈর উপজেলার বড়ইছুটি এলাকার শাহজাহান মিয়া’র ছেলে শহিদুল ইসলাম (২২) ও আশুলিয়া থানার কবিরপুর এলাকার রুবেল ফকির এর ছেলে শাওন হোসেন (২০)।
পুলিশ সূত্রে জানা যায়,কালিয়াকৈর উপজেলার পশ্চিম চান্দরা এলাকায় কালিয়াকৈর-নবীনগর সড়কের পাশে‘কনফিডেন্স সিএনজি স্টেশন’এর সামনে থেকে মঙ্গলবার (২২ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯৬ পিচ বিয়ারের ক্যানসহ শাওন হোসেন ও শহিদুল ইসলামকে গ্রেফতার ও পরে বুধবার (২৩ জুন) দুপুরে মাদক মামলা দায়ের করে তাদের গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়।
কালিয়াকৈর থানার ওসি (তদন্ত) আবুল বাশার জানান,”৯৬ পিস বিয়ারসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।দুপুরে তাদের গাজীপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”