সালাহ উদ্দিন সৈকত (গাজীপুর প্রতিনিধি)
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় রবিবার রাতে র্যাব অভিযান চালিয়ে ১০ ব্যক্তিকে আটক করেছে।মামলা সূত্রে জানা গেছে,উপজেলার বিভিন্ন এলাকায় ভুয়া ডিবি পুলিশের পরিচয় দিয়ে অভিযুক্তরা চোরাই মালামাল ক্রয়-বিক্রয় করতো।
অভিযুক্তদের আটক করে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ সোমবার দুপুরে তাদের গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে।এর আগে র্যাব ৪ এর কোম্পানি কমান্ডার রাকিব মাহমুদ খাঁন জানান,সাভারের আশুলিয়া ও কালিয়াকৈর এলাকায় একটি ডাকাত চক্র দীর্ঘ দিন ধরে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন বাড়ি ও গাড়িতে ডাকাতি করে আসছিলো।পরে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোর রাতে ডাকাতির প্রস্তুতিকালে আশুলিয়া ও কালিয়াকৈর এলাকায় অভিযান চালিয়ে ১০ জনকে আটক করে র্যাবের একটি দল।এসময় ডাকাতি কাজে ব্যবহৃত ১ টি প্রাইভেট কার,একটি অটোরিকশা,তিনটি ওয়াকিটকি,এক জোড়া হ্যান্ডকাফ,একটি বেতের লাঠি, ১২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।কালিয়াকৈর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী গণমাধ্যমকে জানান,”র্যাব ভুয়া ডিবি পুলিশের পরিচয় দেওয়া ১০ জনকে আটক করেছে।এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।আসামিদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।”