সালাহ উদ্দিন সৈকত (গাজীপুর প্রতিনিধি)
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়ন এর সাকাশ্বর গ্রামে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত মুক্তিযুদ্ধ জাদুঘর এর শুভ উদ্বোধন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি।মঙ্গলবার ১৯ জানুয়ারি দুপুরে উদ্বোধন করেন তিনি।এসময় উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান জনাব কামাল উদ্দিন সিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী হাফিজুল আমিন, উপজেলার ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুরাদ কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাসেল ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক সহ জেলা উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ ও স্থানীয় নেতৃবৃন্দ। এলাকার সাধারণ জনগন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর ভুয়সী প্রশংসা করেন।