সালাহ উদ্দিন সৈকত (গাজীপুর প্রতিনিধি)
শুক্রবার (২২ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে উপজেলার মৌচাক ইউনিয়নের বাশতলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত পুলিশ কর্মকর্তা উপজেলার মৌচাক ইউনিয়নের সিনাবহ খন্দকার পাড়া গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে রুবেল (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বন্ধুর জন্য মোটরসাইকেল কিনে টাঙ্গাইল থেকে কয়েক বন্ধু মিলে মোটরসাইকেলে করে বাড়ী ফেরার পথে উপজেলার কালিয়াকৈরে-বড়ইবাড়ী আঞ্চলিক সড়কের বাশতলি এলাকায় অপর দিক থেকে আসা এক মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়।এ সময় দুই মোটরসাইকেলে থাকা যাত্রীরা সকলেই গুরুতর আহত হয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। স্থানীয়রা উদ্ধার করে তাদের হাসপাতালে পাঠান।
এ সময় পুলিশ কর্মকর্তা রুবেলের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্মরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
নিহত পুলিশ কর্মকর্তা রুবেল ঢাকা মেট্রোপলিটন পুলিশের রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত ছিলেন।