সালাহ উদ্দিন সৈকত(গাজীপুর প্রতিনিধি)
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের সিনাবহ খন্দকার পাড়া গ্রামে একঝাঁক মৌমাছির কামড়ে খন্দকার বিপ্লব হোসেন (৪০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২০ এপ্রিল) দুপুরে এ ঘটনা ঘটে।মৃত বিপ্লব হোসেন কালিয়াকৈরে সিনাবহ খন্দকার পাড়া এলাকার মৃত খন্দকার মোশারফ হোসেনের ছেলে।জানা যায়,মৃত ওই যুবক নিজ বাড়ির পাশে বেল গাছে ওঠে বেল পাড়তে।এসময় একঝাক মৌমাছি তাকে কামড়াতে থাকে।পরে সে কোন দিশা না পেয়ে বেল গাছ থেকে লাফ দিয়ে পড়েন এবং আহত হন।আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এলাকাবাসী ও স্থানীয় ইউপি সদস্য জানান,খন্দকার বিপ্লব হোসেন দুপুরে নিজ বাড়ির পাশে বেল পাড়তে বেল গাছে উঠে। কিন্তু ওই গাছে থাকা মৌমাছির চাকের মৌমাছি তাকে কামড়াতে থাকে।এসময় সে মৌমাছির কামড়ে গুরুতর আহত হয়ে গাছ থেকে লাফ দিয়ে নামে।গাছ থেকে নামার পর সে জ্ঞান হারিয়ে ফেলে।পরে তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু ঘটে।
স্থানীয় মৌচাক ইউনিয়ন পরিষদের মেম্বার আরিফুল ইসলাম জানান, রাত দশটায় ওই যুবকের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরে তাকে দাফন করা হয়েছে।