সালাহ উদ্দিন সৈকত(গাজীপুর প্রতিনিধি)
দেয়ালজুড়ে হরেক রকমের কাপড় টাঙানো। শীতের কাপড়ও রাখা দেয়ালঘেঁষা বেঞ্চে। দেয়ালের উপরে বাম পাশে লেখা রয়েছে “আপনার প্রয়োজনীয় বস্ত্র এখান থেকে নিয়ে যান। ডান পাশে লেখা “আপনার অপ্রয়োজনীয় বস্ত্র এখানে রেখে যান।” মাঝখানে লেখা “মানবতার দেয়াল।” এমনই এক মহানুভবতার দেয়াল সাজানো হয়েছে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল এন্ড কলেজে।
অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান এর উদ্যোগে শিক্ষকগণের সমন্বিত প্রচেষ্টায় মানবতার দেয়ালটি তৈরি করা হয়েছে বলে জানা গেছে। এতে অসহায় ও দুস্থ মানুষের বস্ত্রের চাহিদা মিটবে বলে আশা করেন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। গতকাল ১৫ ফেব্রুয়ারি রোজ সোমবার থেকে চালু হয়েছে বস্ত্র নেওয়া-দেওয়া কার্যক্রম। বস্ত্র নিতে আসা মোঃ আফজাল নামের এক অসহায় ব্যক্তি জানান, ‘আমি এই মানবতার দেয়াল থেকে তিনটি কাপড় নিলাম। অনেক দিন থেকে একটা কাপড় গায়ে দিয়ে চলাফেরা করছি। বাছাই করে আমি তিনটা কাপড় নিতে পেরে খুব খুশি। এই ধরনের ইচ্ছেমতো কাপড় নেওয়ার ব্যবস্থা কোনোদিন দেখি নাই।’
উল্লেখ্য যে, ২০১৫ সালে ইরানের উত্তর-পূর্বের শহর মাশাদে প্রথম এমন উদ্যোগ নেওয়া হয়েছিল। সেখানে শীতার্তদের মাঝে শীতবস্ত্র পৌঁছে দিতে অজ্ঞাত কোনো ব্যক্তি এমন উদ্যোগ নিয়েছিলেন। সেই উদ্যোগে উদ্বুদ্ধ হয়ে ২০১৫ সালের নভেম্বরে মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন উদ্যোগ নেওয়া হয়। এরপর থেকেই দেশের বিভিন্ন স্থানে এমন মানবতার দেয়াল স্থাপন করার খবর পাওয়া যায়।