সালাহ উদ্দিন সৈকত(গাজীপুর প্রতিনিধি)
কালিয়াকৈরে সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ চার জন নিহত।গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ চারজন নিহত হয়েছেন। সোমবার ভোর পৌনে ৫টার দিকে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।বিস্ফোরণের পর লাগা আগুনে পাশাপাশি চারটি বাসার প্রায় ৪৯টি টিনশেড ঘর পুড়ে গেছে।নিহতরা হলেন-মিলন মিয়া (৪৭) ও তার স্ত্রী মুন্নি (৩০)। অন্য দুজন হলেন-প্রতিবেশী ফরহাদ হোসেন (৪০) ও আউয়াল (৩২)। মিলন ও মুন্নি গার্মেন্টস কর্মী। তাদের বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সন্ধ্যাইলপুর গ্রামে। আর ফরহাদ ও আউয়াল মিলন-মুন্নির দম্পতির পাশের কক্ষে ভাড়া থাকতেন। ফরহাদের বাড়ি গোবিন্দগঞ্জ থানার জরিপপুরে। আর আউয়ালের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার জগন্নাথপুরে।নিহতের স্বজনদের আহাজারি
কালিয়াকৈরের দমকল বাহিনীর স্টেশন অফিসার কবিরুল আলম বলেন, কালামপুর এলাকার মোহাম্মদ আলীর একজন ভাড়াটে ভোরে রান্নার জন্য গ্যাসের চুলা জ্বালাতে গেলে এ দুর্ঘটনা ঘটে। বিস্ফোরণের পর সৃষ্ট আগুন আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সকাল ৭টার দিকে দমকল বাহিনীর সদস্যরা এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভান। ঘটনাস্থল থেকে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।